কিংবদন্তি কণ্ঠশিল্পী ও অভিনেতা কিশোর কুমারকে সম্মান জানাতে এবার ইন্ডিয়ান আইডল ১২ অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত হন কিশোরের ছেলে অমিত কুমার। কিন্তু সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগীরা গান পরিবেশ করেছিলেন। কিশোরপ্রেমীদের মতে এই গানগুলোর যথাযথভাবে পরিবেশন করা হয়নি।
কিশোর তনয় অমিত কুমারকেও অভিযুক্ত করা হচ্ছে। গান ভালো না হওয়া সত্ত্বে তিনি কেন প্রতিযোগীদের প্রশংসা করলেন! অনেকের দাবি, প্রশংসা করতে অমিত টাকা খেয়েছেন!
যদিও সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত কুমার জানান, ‘আমি সেটাই করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। সকলকে প্রশংসা করতে হবে এমনটা জানানো হয়েছিল। যে রকমই গান গেয়ে থাকুক সকলকে ভালো বলতে হবে, কারণ এটা কিশোর কুমারেরর প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমি ভেবেছিলাম এটা আমার প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধার্ঘ হতে চলছে। সেখানে গিয়ে তাদের কথাই মেনে চলতে হবে। আগে থেকে স্ক্রিপ্ট চেয়েছিলাম, তবে দেয়া হয়নি।’
শিল্পী অমিত কুমার আরও জানান, ‘দেখুন সকলেরই টাকার দরকার আছে। আমার বাবাও এ ব্যাপারে সচেতন ছিলেন। আমাকে তারা টাকা দিয়েছে যা আমি দাবি করেছি, তাই গিয়েছি। আমি কেন এই সুযোগ ছাড়বো?’