অভিনেতা, নাট্যকার ও পরিচালক কায়েস চৌধুরী গতকাল ২১ অক্টোবর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দৈনিক প্রথম আলোকে জানান ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত কায়েস গতকাল ডায়ালাইসিস করাতে যান। বাসায় ফিরে সন্ধ্যায় তিনি অচেতন হয়ে পড়লে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সাগর জানান, আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে কায়েস চৌধুরীর মরদেহ রাখা হবে। বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
কায়েস চৌধুরী কয়েক শতাধিক নাটকে অভিনয়ের পাশাপাশি বহু নাটক নির্মাণ করেছেন। কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণ সহ বেশ কিছু চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।