টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এসে বন্দী নির্বাসনে রয়েছেন। আসলে প্রেমিকা ঐন্দ্রিলার করোনা পজিটিভ। আর সেই কারণেই দুজনেই এখন হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
গত ১২ই মার্চ কলকাতার গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক কৌশানি গাঙ্গুলির সাথে প্রথমবার কাজ করতে যাচ্ছেন অঙ্কুশ। ছবির নাম “কাবাডি কাবাডি”। সেই সাথে বলা হয়েছিল আগামি মাস থেকেই অর্থাৎ এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ।
তবে কৌশানি গাঙ্গুলির দ্বিতীয় পছন্দ অঙ্কুশ। এর আগে তিনি এই চরিত্রে অভিনেতা অর্ণিবানের সাথে কাজ করার কথা হয়েছিলো। পরবর্তীতে জানা যায় অর্ণিবানের কাজের চাপ থাকায় তিনি সময় করে উঠতে পারছেন না। তাই তিনি এই ছবিতে কাজ করতে পারছেন না।
সম্প্রতি শোনা যাচ্ছে, পরিচালক কৌশিক “কাবাডি কাবাডি” সিনেমায় অঙ্কুশের সাথে কাজ করবেন না।ভারতীয় গণমাধ্যমে তিনি জানিয়েছেন পরিচালকের সাথে তার ফাইনাল কথা হয় নি।শুধু আলোচনা হয়েছিল।