অঙ্কুশ হাজরা টলিউড পাড়ায় করে যাচ্ছেন একের পর এক হিট-সুপারহিট ছবি। সম্প্রতি প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে ‘ম্যাজিক’ ছবিটির কাজ শেষ করেছেন। চলছে প্রচার প্রচারণার কাজ।
টলিউডের পরিচালক কৌশানি গাঙ্গুলির সাথে এই প্রথমবার কাজ করতে যাচ্ছেন অঙ্কুশ। ছবির নাম ‘কাবাডি কাবাডি’। আগামি মাস থেকেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। দেরিও হতে পারে। তবে কৌশানি গাঙ্গুলির দ্বিতীয় পছন্দ অঙ্কুশ। এর আগে তিনি এই চরিত্রে অভিনেতা অর্ণিবানের সাথে কাজ করার কথা হয়েছিলো। পরবর্তীতে জানা যায় অর্ণিবানের ব্যক্তিগত কারণে এই ছবিতে কাজ করতে পারছেন না। এই ছবিতে টলিউডের আরও বেশ কিছু জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী আছেন। যাদের মধ্যে অন্যতম ঋত্বিক চক্রবর্তী ও সোহানি।