কাজল দেখতে বড়লোকের মতো

করণ জোহরের পরিচালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কাজল দেবগান।উক্ত অনুষ্ঠানে করণ কাজলকে প্রশ্ন করেছিলেন দীর্ঘদিন বিরতি নেয়ার পর কেমন ধরণের সিনেমায় কাজ করতে চান? তিনি আরও যুক্ত করেন চরিত্রের ক্ষেত্রে ‘অতিরিক্ত পরীক্ষামূলক’ না হওয়ার বিষয়ে তিনি কি বলবেন।

জবাবে কাজল বলেন, যে ধরনের চরিত্র তিনি পছন্দ করেননা সেই সব চরিত্র কাজ করবেন না। তার কথায়, ‘আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম আমাকে দেখতে ধনীদের মত। আমার চেহারা গরিবের মত নয়। আমি যাই করি, দিনের শেষে যদি আমি ঘাগড়া-চোলিও পরে নেই, আমি নিজেকে নিজে দেখে বলি, আমাকে দেখতে নিম্নবিত্তের মতো লাগছে না।’

কাজলের কথায় করণকে অবাক হতে দেখা যায়। তবে জবাবে করণ বলেন, ‘কাজল আমার মনে হয় তুমি ভুল। তোমার নিজের বিষয়ে নিজের একটা উন্নতমানের ধারণা রয়েছে।’ সেই সাথে করণ কাজলকে স্মরণ করিয়ে দেন শাহরুখ খানের সাথে অভিনীত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র কথা। পরিচালকের মতে এই সিনেমায় তাকে নিম্নবিত্তদের মতোই লেগেছে।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন