‘দ্য ঘোস্ট’ চলচ্চিত্রে দক্ষিণী তারকা কাজল আগারওয়ালের বদলে অভিনয় করতে পারেন বলিউড তারকা জ্যাকুইলিন ফার্নান্দেজ।
দক্ষিণী চলচ্চিত্র ‘দ্য ঘোস্ট’–এর মূল নায়িকা হিসেবে শুটিং শুরু করে দিয়েছিলেন কাজল। কিন্তু সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে প্রযোজনা প্রতিষ্ঠান তাকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আর নতুন নায়িকা হিসেবে সামনে এসেছে জ্যাকুইলিন ফার্নান্দেজের নাম।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ‘দ্য ঘোস্ট’ চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জ্যাকুইলিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আর তিনি মৌখিক সম্মতি দিয়েছেন। তবে চলচ্চিত্রের নির্মাতা কাজলের পক্ষ থেকে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। এরপরই তিনি জ্যাকুইলিনকে চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
‘দ্য ঘোস্ট’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন প্রবীণ সত্তারু। নাগার্জুন অভিনীত এই চলচ্চিত্রে গুল পানাগ আর অনিকা সুন্দরন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নাগার্জুনের জন্মদিন ২৯ আগস্ট এই চলচ্চিত্রের মোশন পোস্টার প্রকাশিত হয়।