সাংসদ-অভিনেত্রী নুসরাত ভুল না সঠিক এই বিচারে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। এ বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য দিয়ে যাচ্ছেন। একদল বলছেন তিনি তার জীবনের সিদ্ধান্ত নিজের ইচ্ছে মতো নিতেই পারেন। অপরদল বলছেন সংসদে তিনি মিথ্যাচার করে গেছেন। এ সকল নানা বির্তক নিয়ে এখনও কোন মন্তব্য করেননি অভিনেত্রী নুসরাত।
তবে আবারও বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন নুসরাত সমর্থনে ফেসবুকে পোস্ট করেছেন। তবে তিনি কোথাও অভিনেত্রীর নাম উল্লেখ করেননি। এর আগেও এই লেখিকা নুসরাতকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন।
কি লিখেছেন এই লেখিকা? আসুন তা জেনে নেই। নারী পুরুষের বহুগামীতা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তসলিমা। সেখানে তিনি প্রশ্ন রাখেন, নারীর পাশাপাশি পুরুষের বহুগামিতাতে কি সমানভাবে সরব হন সকলে?
তিনি লিখেছেন, ‘যে মেয়েটির নিন্দা করছো। সেওতো একজনকে ছেড়ে আরেকজনকে নিয়ে থেকেছে। যা করেছে প্রকাশ্যে, লুকিয়ে নয়, কাউকে ঠকিয়ে নয়। তাহলে তার নিন্দে করছো কেন?’ লেখিকা আরও যুক্ত করেন, ‘কোন ব্যক্তি এই লেখার বিষয় নয়। পুরুষতান্ত্রিক সমাজে নারীর বহুগামিতা এই লেখার বিষয়।’
লেখিকা এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাতের সমর্থনে পোস্ট করেছিলেন।