টলিউড পাড়ায় বর্তমানে আলোচিত এক নাম নুসরাত। সম্প্রতি নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবরে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। এ ছাড়াও নুসরাত আর নিখিলের দাম্পত্য জীবনের কলহ এখন যাবে আদালতে। আগামী জুলাইতে শুনানি হবে নিখিলের করা মামলার, এমনটাই জানা গেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে।
এতসব ঘটনার মাঝে যশের একটি মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নুসরাত আর নিখিলের কলহ প্রকাশ্যে আসা একেবারেই উচিত নয় হয়তো এমনটাই মনে করেছেন যশ। নিজের করা মন্তব্যে এমনই ইঙ্গিত দিলেন এই অভিনেতা। যশ লিখেছেন, ‘চালাক মানুষ সমস্যার সমাধান করেন, বুদ্ধিমান এড়িয়ে যান’।
যশের করা পোস্টকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, তারকা দম্পতি চালাক হলে নিজেদের মধ্যে মিটিয়ে নেয়ার চেষ্টা করতেন। আর বুদ্ধিমান হলে পুরোটাই গোপন করতেন। তবে তার কোনটাই করছেন না এই দম্পতি।