কাকলী ফার্নিচারের সেই বিজ্ঞাপন এখন টলিউডে

বাংলাদেশে কাকলী ফার্নিচারের একটি বিজ্ঞাপন নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা চলছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে দুই শিশু সোফার উপরে দাঁড়িয়ে লাফাচ্ছে আর বলছে, ‘দামে কম মানে ভালো …..  কাকলী ফার্নিচার।’ এই বিজ্ঞাপনটি দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশের তারকাদেরও বিনোদনের খোরাক যুগিয়েছে।

ভারতে কোভিডে মৃত্যুর শোক এবং ঘূর্ণঝড়ের তাণ্ডবের মধ্যে এই বিজ্ঞাপনের নানা সংস্করণ অনেককে আনন্দ দিচ্ছে।

ওপারের স্বস্তিকা দত্ত, শোভন গঙ্গোপাধ্যায় ও শ্রুতি দাস বিজ্ঞাপনটি শেয়ার করেছেন।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’-এর সিনেমা থেকে ধারণকৃত একটি দৃশ্যকেও এই বিজ্ঞাপনে জুড়ে দেয়া হয়েছে। এক দৃশ্য দেখা যাচ্ছে রাইমা সেনসহ এবং আরেকটি দৃশ্যে রাইমা সেন ছাড়া পরমব্রতের অবস্থা। রাইমাকে কাকলী ফার্নিচারের সাথে তুলনা করা হয়েছে মিমটিতে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন