ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ‘কোয়ালা’, আর এই সিনেমা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ইরফান পুত্র বাবিলের। বাবিলের বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি।
২৮ জুন ইনস্টাগ্রামে শুটিংয়ের নিজের কয়েকটি ছবি শেয়ার করেন বাবিল। শিরোনামে লিখেছেন, ‘আমি তোমাদের খুব মিস করবো আমার সুন্দর বন্ধুরা। মুম্বাইয়ে আমার হাতেগোনা কয়েকটি বন্ধু আছে, খুব বেশি হলে ২ থেকে ৩ জন। এই অদ্ভূত ঠান্ডা জায়গায় তোমরা আমায় বাড়ির মতো ভালোবাসা দিয়েছো। ধন্যবাদ, আমি তোমাদের ভালোবাসি। ফিল্ম বিএ, আজ থেকে ড্রপ আউট করলাম। ১২০ টির ক্রেডিটের কারণে আমি এখনই অভিনয়ের জন্য সবটা দিতে চাই। ইউনিভার্সিটি অব ওয়েষ্টমিনষ্টারকে বিদায়। আমার সত্যিকারের বন্ধুদের ভালোবাসি।’
‘পিকু’ খ্যাত পরিচালক সৃজিতের দ্বিতীয় সিনেমায় অভিনয় করেছেন বাবিল, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর। ছবিটি প্রযোজনা করছেন রনি লাহিড়ী।