করোনা মুক্ত হওয়ার টিপস দিতে চান কঙ্গনা

বেশকিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ার খবর ৮ই মে অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন।

এরপর ১৮মে করোনা টেস্ট করায় তার ফলাফল নেগেটিভ আসে, ইনস্টাগ্রামে তিনি নিজেই জানালেন সেই খবর। পাশাপাশি তিনি এই রোগ থেকে বাঁচার জন্য অজস্র টিপস শেয়ারও করেছেন। শুধু তাই নয় নিন্দুকদের কথা শোনাতেও ছাড়েননি কঙ্গনা।

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘সকলকে নমস্কার … আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি অনেক কিছু বলতে চাই যে কীভাবে এই ভাইরাসের বিরুদ্ধে আমি জয়ী হলাম কিন্তু আমাকে বলা হয়েছে কোভিড ফ্যান ক্লাবদের কষ্ট না দিতে…. হ্যাঁ, এমন অনেক মানুষজন রয়েছেন তারা চট করে রেগে যান যদি আপনি ভাইরাসের প্রতি সম্মান না দেখান… যাই হোক সকলকে ধন্যবাদ শুভকামনা এবং প্রার্থনার জন্য।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন