করোনায় কাটা গেল ভারতীর পারিশ্রমিক

জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং দীর্ঘদিনের পরিশ্রমে ক্যারিয়ারে বেশ সাফল্য পেয়েছেন। কৌতুকের রানী হিসেবে সকলের কাছে বেশ পরিচিত ভারতী। বর্তমানে ‘ডান্স দিওয়ানা’ ও ‘কপিল শর্মা শো’-তে সঞ্চালনা করছেন। তবে এবার ভারতী অন্যরকম সিদ্ধান্ত নিলেন।

নাচের রিয়েলিটি অনুষ্ঠান ‘ডান্স দিওয়ানা’তে ৭০ শতাংশ কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন ভারতী সিং। ‘কপিল শর্মা শো’র জন্যও ৫০ শতাংশ কম পারিশ্রমিক নেবেন এই জনপ্রিয় কৌতুক অভিনেত্রী। বলিউড সংবাদমাধ্যম কইমই ডটকমের খবর এমনটাই বলছে।

পারিশ্রমিক প্রসঙ্গে ভারতী বলেছেন, ‘সবাইকে পারিশ্রমিক কর্তন সমস্যায় ভুগতে হচ্ছে। আমিও ব্যতিক্রম নই। অনেক দরদাম করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তবে গত এক বছরে কত কাজ বন্ধ হয়ে গেছে। টেলিভিশন ধারাবাহিক বা শো’র জন্য চ্যানেল কর্তৃপক্ষ স্পন্সর পাচ্ছে না। তাই তারা কোথা থেকে টাকা আনবে। অনেকেই তার নিজের পায়ে দ্বিতীয়বার দাঁড়ানোর চেষ্টা করছে। একবার আমরা ভালো রেটিং পেয়ে গেলে স্পন্সর আপনা থেকেই পাওয়া যাবে। আর আমাদের পারিশ্রমিক বেড়ে যাবে।’

ভারতী আরো বলেন, ‘এত দিন ধরে চ্যানেলের সঙ্গে কাজ করছি। আর চ্যানেল আমাদের সব কথা শুনেছে। আমাদের সব দাবিদাওয়া পূরণ করেছে। আজ তারা সাহায্য চাইছে। আমার মনে হয় না কোনো অভিনয়শিল্পী তা মানতে অস্বীকার করবেন। তবে আমার মতে, টেকনিশিয়ানদের পারিশ্রমিক কাটা উচিত নয়। একটা সময় আমরা পুরোপুরি ঘরবন্দী ছিলাম। আমাদের হাতে একদম কাজ ছিল না। আমরা ভাবছিলাম কবে আবার কাজ শুরু হবে। আসলে আমরা এখন কাজের জন্য মরিয়া। কিছুদিন পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর তা হওয়া উচিত।’

সনি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় কমেডি শো ‘কপিল শর্মা শো’তে ফিরতে পেরে দারুণ খুশি ভারতী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘সাত মাস পর আবার ফিরতে চলেছি। এই মহামারির সময় কমেডি শো হওয়া খুব জরুরি।’

তবে গত বছরটা খুব একটা ভালো যায়নি ভারতী সিং ও স্বামী হর্ষ লিম্বাচিয়ার। মাদক কাণ্ডে তাদের গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। এছাড়া তল্লাশিতে তারকা জুটির দুটি বাড়িতেই গাঁজা পাওয়া যায়। বর্তমানে জামিনে মুক্ত আছেন তারা।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন