বলিউড অভিনেতা ভিকি কৌশল নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে জানালেন তার করোনায় আক্রান্তের সংবাদ ।
অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সব ধরনের নিয়ম ও সাবধানতা মেনে চলার পরেও দূর্ভ্যাগবশত আমি কোভিড আক্রান্ত হয়েছি। বাধ্যতামূলক নিয়মগুলো মেনে আপাতত নিজের বাড়িতেই আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাচ্ছি’।সেই সাথে অভিনেতা অনুরোধ করেছেন, বিগত দিনে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা টেস্ট করার অনুরোধও করেছেন ।
ভিকি কৌশলকে শেষ দেখা গিয়েছে চলচ্চিত্রের পর্দায় ‘ভূত পার্ট ওয়ান দ্য হন্টেড শিপ’ ছবিতে। এছাড়া ‘সর্দার উদম সিং’ এবং খুব শীঘ্রই এই অভিনেতাকে মেঘনা গুলজারের পরিচালনায় একটি জীবনীমূলক ছবিতেও দেখা যাবে।
অপরদিকে আজই বলিউডের আরেক অভিনেত্রী ভূমি পেডনেকারও জানিয়েছেন তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের সূত্র অভিনেতা অক্ষয় কুমার ছাড়াও আসন্ন রাম সেতু’র সিনেমায় ৪৫ জন কলাকুশলীও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।