করোনার থাবা এবার ভাইজান পরিবারের ওপর। রাধে; ইউর মোস্ট ওয়ান্টেড ভাই-এর প্রমোশন্যাল ইন্টারভিউতে বোনদের করোনা পজিটিভ হওয়ার তথ্য শেয়ার করেন সালমান খান। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে ও ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ‘রাধে’।
বোনদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সালমান বলেন, এতদিন দুরের মানুষদের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনেছেন। এবার নিজের ঘরের মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেতা আরও বলেন করোনার দ্বিতীয়ে ঢেউ অনেক বেশি মারাত্মক। গত বছর অভিনেতা সালমান খানের দুই ড্রাইভার কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।
করোনায় আক্রান্ত হয়েছে সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন সেলিম খান ও তার দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক কন্যা অর্পিতা।
অভিনেতা সালমান খান প্রতিবারের মতো এবারও করোনার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আর্থিক অনুদান থেকে শুরু করে প্রতিদিন খাবারের ব্যবস্থাও করেছেন।