করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলিউড চিত্রপরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই খবর জানান।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনায় সংক্রমিত হওয়ার খবর জানিয়ে ফারাহ খান গত কয়েক দিনে তার সংস্পর্শে আসা মানুষদেরও পরীক্ষা করাতে অনুরোধ করেছেন। করোনার টিকার দুটো ডোজই নিয়েছিলেন তিনি। এই স্টোরিতে তিনি লিখেছেন, “দুটো ডোজ নিয়েছিলাম। তারপরও এটা ঘটল। আমি সত্যি খুব অবাক হয়েছি। জানি না কীভাবে আমি পজিটিভ হয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের আমি আগেই জানিয়েছি। আর পরীক্ষা করানোর কথা বলেছি।“
ঠাট্টাচ্ছলে ফারাহ আরও বলেন, “কারোর নাম যদি ভুলে গিয়ে থাকি, (বয়স বাড়ার জন্য আর স্মৃতিশক্তি কম হওয়ার জন্য) তাঁরাও অনুগ্রহ করে পরীক্ষা করিয়ে নিন। আশা করছি, শিগগিরই সুস্থ হয়ে উঠব।“
দ্বিতীয় ডোজ নেওয়ার এক মাস পর ফারাহ জি কমেডি শোর শুটিং শুরু করেছিলেন। করোনা পজিটিভ হওয়ার কারণে আপাতত তিনি কমেডি শো থেকে বিরতি নিয়েছেন। সম্প্রতি তিনি শিল্পা শেঠির সঙ্গে ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর’ এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘কৌন বনেগা কৌড়পতি সিজন ১৩’ সহ বেশ কিছু রিয়েলিটি শোর শুটিং করেছেন।