করোনায় আক্রান্ত নাসিম পরিবার

অভিনয়শিল্পী আহসান হাবিব নাসিম সহ তার স্ত্রী ও তিন সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫এপ্রিল তাঁর স্ত্রী রীমা হাবিব করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই তিনি হোম কোয়ারান্টাইনে ছিলেন। তাঁর কাছ থেকেই করোনায় সংক্রমণ ঘটেছে পরিবারের সদস্যদের মধ্যে।

অভিনেতা আহসান হাবিব প্রথম আলোকে জানান, তাঁর স্ত্রী ৩ এপ্রিল শুটিংয়ের কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। চিকিৎসকের পরামর্শ সাময়িক সুস্থতা ফিরলে সন্ধ্যায় পুনরায় জ্বর,শ্বাসকষ্ট ও কাশি বাড়তে থাকে। অতঃপর ৫ই এপ্রিল করোনা পরীক্ষা করলে জানা যায়, তিনি করোনা পজিটিভ।

অভিনেতা আরও বলেন, স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তারা কোয়ারান্টাইন মেনে চলছিলেন। অভিনেতার মতে শিশুদের জন্য স্ত্রীর পুরোপুরি কোয়ারান্টাইন থাকা সম্ভব হয়ে উঠে নাই তাই নিয়ম মেনে চলার পরও সপরিবারে করোনা পজিটিভ ধরা পরেছে। বর্তমানে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে চলছেন।
সূত্র : প্রথম আলো

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন