ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলছে। ইতিমধ্যে বলিউডে করোনা আক্রান্ত হয়ে অনেক তারকা মৃত্যু বরণ করেছেন। অনেকেই আবার আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন। প্রতিদিনই মিলছে কোনো না কোনো তারকার সংক্রমণের খবর। এবার করোনায় আক্রান্ত গোটা শেট্টি পরিবার। শুধুমাত্র অভিনেত্রী শিল্পা শেট্টি ছাড়া অভিনেত্রীর গোটা পরিবার করোনায় আক্রান্ত। অভিনেত্রী নিজেই সে খবর নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে।
৭ মে ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি বার্তা শেয়ার করে লিখেছেন, ‘গত ১০ দিন আমার পরিবারের কাছে খুব কঠিন সময় ছিল। প্রথমে আমার শ্বশুর-শ্বাশুড়ি তারপর রাজ, সমিশা, ভিয়ান, আমার মা সকলেরই কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ওরা প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই রয়েছে যে যার ঘরে। তবে, একটাই ভালো খবর, ওরা সকলেই সেরে উঠেছে।’ এছাড়া অভিনেত্রী জানান শুধুমাত্র তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
শিল্পা শেট্টি আরও লিখেছেন, ‘সবাই একটু আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নিজের খেয়াল রাখুন, মাস্ক পরুন। আর করোনা পজিটিভ হোক বা নেগেটিভ, মন ভালো রাখুন।’