করোনোয় আক্রান্ত টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে এই অভিনেত্রী সিঙ্গাপুরে অবস্থান করছেন তার নিজ বাসগৃহে। সেই খান থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি শেয়ার করেন।
কিছুদিন ধরে ঢালিউড,বলিউড এমনকি টলিউড পাড়ায় দেখা দিচ্ছে করোনার প্রকোপ। এবার টলিউডের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত করোনা আক্রান্তের পর ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত তবে তার শরীরে করোনার উপর্সগ দেখা দেয়নি । সঙ্গে তার নিজের একটি ছবি পোস্ট করেন।
তিনি লিখেছেন, ‘শরীর ভালো আছে, আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন তাই মেনে চলছি। সেই সাথে ‘প্রার্থনা ও শুভকামনা জানানোর জন্য তার অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। এই অভিনেত্রী মহানায়ক উত্তম কুমার কে নিয়ে রচিত বায়োপিক ‘অচেনা উত্তম’ ছবিতে ‘মহানায়িকা’ সূচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। আপাতত সমস্ত কাজ স্থগিত থাকবে বলে ধারণা করা যায়।