একের পর এক বলিউডের তারকাদের নাম তালিকাভুক্ত হচ্ছে করোনার সূচিতে। রণবীর কাপূর,আলিয়া ভাট, মনোজ বাজপাই, গহর খান,আমির খান,বাপ্পী লাহিড়ী সহ আর অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন ।
সে তালিকায় যুক্ত হয়েছে আরেক নাম অর্থ্যাৎ করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সুপারফিট অক্ষয় কুমার। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
অক্ষয় কুমার পোস্ট করে লিখেছেন,”আজ সকালে করোনা পরীক্ষায় জানা গেল,আমি করোনায় আক্রান্ত। এই খবরটা আপনাদের জানানোর দরকার ছিল। আমি বিষয়টি জানার পর থেকেই সাথে সাথে নিজেকে আলাদা করে ফেলেছি। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। আপনারা যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন দ্রুত করোনা পরীক্ষা করান। আশা করছি,খুব তাড়াতাড়ি সেরে উঠে সেটে ফিরব’।
অপরদিকে বলিউড অভিনেতা গোবিন্দ’র করোনা পজিটিভ ধরা পরেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী সুনীতা আহুজা।