করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। প্রতিদিন প্রাণহানিও হচ্ছে অনেক। পশ্চিমবঙ্গের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে। অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালের বেডেরও সংকট প্রকট। প্রয়োজনীয় ঔষধ ও খাবারের যোগান দিতেও অনেকেই হিমশিম খেয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রূপম ইসলাম ও তার টিম। তাদেরকে সঙ্গ দিতে এগিয়ে এসেছেন ‘মুক্তক্ষেত্র’ এবং ‘ফসিল ফোর্স’।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট লিখে রূপম জানান, ‘কোভিড আক্রান্ত বাড়ি বা অন্যান্য সমস্যার কারণে যারা ঔষধপত্র, বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো আমরা। তারা আপনার জন্য জিনিস কিনে বাড়িতে পোঁছে দিয়ে আসবে।’
পোস্টে কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত আলোচনা করেছেন রূপম এবং তিনি এটাও জানান এই গোটা বিষয়ে উদ্যোগ নেওয়ার পিছনে ভূমিকা পালন করছেন তার স্ত্রী রূপসা। রূপমের কথায়, ‘এই পরিস্থিতিতে যদি মানুষের পাশে একটু বৃহত্তর স্বার্থে দাঁড়ানো যায় সেটা অনেক বেশি কার্যকর হবে।’