ভারতের মহারাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পহেলা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে টিকা দেয়া শুরু হয়েছে । সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও টিকা নিচ্ছেন। তারকারা টিকা নিতে সবাইকে উৎসাহিতও করছেন।
কিন্তু অভিনেত্রী দিয়া মির্জা বেঁকে বসেছেন। তিনি টিকা নিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকা না নেয়ার ব্যাখাও তিনি দিয়েছেন।
এবিষয়ে টুইটে করেছেন তিনি, ‘টিকা নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহুর্তে করোনার যে দুটি টিকা দেয়া হচ্ছে সেগুলোর প্রভাব সন্তানসম্ভবা এবং যে নারীরা সন্তানকে দুধ খাওয়ান- তাদের ওপর কেমন হবে তা জানা যায়নি। ভালো হবে কিনা তারও প্রমাণ নেই। আমাকে চিকিৎসক বলেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত করোনার টিকা নেয়া আমার জন্য ঠিক হবে না।’