করোনার আক্রান্ত তেলেগুর আল্লু আর্জুন

বলিউডের পর এবার করোনার ছায়া পড়েছে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আল্লু আর্জুন। অভিনেতা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেতা আল্লু আর্জুন ২৮ এ টুইটারে জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছেন। এছাড়াও অভিনেতা অনুরোধ করেছেন, বিগত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তারাও যেন করোনা টেস্ট করান। তিনি আরও বলেন, ‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাকসিন নিয়ে নিন।’

অভিনেতার অভিনীত শেষ ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুল’। ২০২০ সালের এই ছবি বক্স অফিসে দারুণ সফলতা পায় । খুব শ্রীঘ্রই এই অভিনেতাকে ‘পুষ্পা’ ছবিতে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে তামিল, হিন্দি, কানাড়া ও মালায়লম ভাষায়। অভিনেতার বিপরীতে নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে।

 

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন