কম পারিশ্রমিকে হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন জনপ্রিয় টলিউড ও বলিউড তারকা মিঠুন চক্রবর্তী।
‘চিকু কি মাম্মি দূর কি’ নামের এই সিরিয়ালে মিঠুন চক্রবর্তী নিজের ভূমিকায়ই অভিনয় করছেন। সিরিয়ালের মূল চরিত্রে আছে নাবালিকা চিকু, যে ছোটবেলাতেই মায়ের কাছ থেকে সে আলাদা হয়ে যায়। চিকু চায় মিঠুন চক্রবর্তীর মতো নাচ করে খ্যাতি অর্জন করতে। চিকুর জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এই সিরিয়ালের প্রোমোতে মিঠুনকে দেখা গেছে।
জানা যায়, প্রোমোর চিত্রনাট্য পড়ে পছন্দ হওয়ায় মিঠুন তার পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন। চিত্রনাট্য পড়তে গিয়ে নিজের জীবনযুদ্ধের কথা মনে পড়ে গেছে তার, চিকু চরিত্রটির সঙ্গে আত্মিক সংযোগ খুঁজে পেয়েছেন। তবে মিঠুন আপাতত শুধু প্রোমোর জন্য শুটিং করেছেন। সিরিয়ালের ঠিক কতটুকু অংশ জুড়ে তিনি থাকছেন তা এখনও জানা যায়নি।
প্রোমো ভিডিওতে ‘চিকু কি মাম্মি দূর কি’ সিরিয়ালের নেপথ্য কাহিনির বিভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে স্টার প্লাসে সিরিয়ালটির সম্প্রচার শুরু হবে।