মহামারি করোনার পরিস্থিতিতে নিশ্চিন্তভাবে বসে থাকতে পারছেন না তারকারা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপাকে পড়েছে পুরো ভারত। এমন সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন টলিউডের অনেক তারকারাই। প্রত্যেকেই তাদের নিজস্ব অবস্থান থেকে যতোটা পারছেন এগিয়ে আসেছেন।
এবার বাকি তারকাদের মতো ব্যতিক্রম নন নুসরাত জাহান। কোভিড-১৯ এর আক্রান্তদের জন্য কমিউনিটি কিচেন ও সেফ হোম ব্যবস্থা চালু করতে যাচ্ছেন তিনি।
তিনি নিজেই টুইট করে জানালেন এই তথ্য। নুসরাত জানিয়েছেন, এই সেফ হোমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে। সেসাথে অভিনেত্রী কমিউনিটি কিচেনের ছবি এবং যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারও পোস্টে উল্লেখ্য করে দিয়েছেন।
সেফ হোমটি খোলা হয়েছে বসিরহাটের ভাবলা পলিটেকনিক কলেজে। করোনায় যারা আক্রান্ত হয়ে পরিবার থেকে আলদা থাকতে চান, তারা চাইলে এখনে ফ্রি থাকতে পারবেন।