কবে মুক্তি পাবে সালমানের ‘স্যালুট’ ?

প্রথমবারের মতো পুলিশের ভূমিকায় অভিষেক হচ্ছে মালয়ালাম চলচ্চিত্রের সুপারস্টার দুলকার সালমানের। এ তারকার বহুল প্রতীক্ষিত কপ ড্রামা ‘স্যালুট’। এই সিনেমা দিয়ে দুলকার প্রথমবারের মতো নির্মাতা রোশান অ্যান্ড্রুজের সঙ্গে কাজ করছেন।

করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়। কিন্তু এখনো মুক্তি পায়নি ছবিটি। তবে এই সিনেমাটি কবে মুক্তি পেতে যাচ্ছে তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। তাই তো মুক্তির তারিখ নিয়ে নানা গুঞ্জনের ছড়াছড়ি।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মবিটের প্রতিবেদন অনুযায়ী, ‘স্যালুট’ মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর। সিনেমা সংশ্লিষ্টরা চাইছেন প্রেক্ষাগৃহে মুক্তি দিতে। তবে ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়ার কোনো পরিকল্পনা নেই।

সিনেমাটিতে দুলকার সালমান পুলিশ কর্মকর্তা অরবিন্দ করুণাকরণের ভূমিকায় অভিনয় করেছেন। ‘স্যালুট’ এর চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত যুগল ববি-সঞ্জয়। প্রায় ৩ মাস আগে টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।

দুলকার ছাড়াও কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি। এর মাধ্যমে মালয়ালাম সিনেমার অভিষেক হচ্ছে এ বলিউড অভিনেত্রীর। এছাড়া আছেন মনোজ কে জয়ন, লক্ষ্মী গোপালস্বামী, সানিয়া ইয়াপ্পান, অ্যালেসিয়ার লে লোপেজসহ অনেকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন