কবি শ্রীজাতের সিনেমায় শ্রেয়া ও অরিজিৎ

কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবার হাত দিচ্ছেন সিনেমা নিমার্ণে। তিনি ‘মানবজমিন’ নামে একটি ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। পরিচালনার পাশাপাশি প্রথম ছবিতে গানও লিখবেন তিনি। ছবিতে তিনি গান গাওয়ার প্রস্তাব রেখেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল ও স্নেহের অরিজিৎ সিংয়ের কাছে। গানের প্রস্তাব পেয়ে তারাও যে বেশ খুশি, তা গীতিকার নিজেই জানিয়েছেন ফেসবুকে।

৯ জুলাই তিনি লিখেছেন, তার ছবিতে গান গাইবেন বলে দুই কণ্ঠশিল্পীই রাজি হয়েছেন। কাজ শুরু করার জন্য তারা অপেক্ষা করে আছেন। কিভাবে কাজ করবেন সেটাও সাজিয়ে ফেলেছেন অরিজিৎ।

গীতিকার আরো জানান, তিনি আগে থেকেই এই দুই শিল্পীকে নিয়ে কাজ করার কথা ভেবে রেখেছিলেন। এর আগে এই দুই শিল্পীর জন্য অনেক গান লিখেছেন কবি শ্রীজাত। তার মধ্যে রয়েছে ‘তোমাকে ছুঁয়ে দিলাম’, ‘চল রাস্তায় সাজি ট্রাইম লাইম’, ‘জানি দেখা হবে’র মতো জনপ্রিয় গান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন