কন্যা সন্তানের মা হলেন নাবিলা

ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ১ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ‘আয়ানাবাজি’ খ্যাত এই চিত্রনায়িকা। সন্তান হওয়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেন নাবিলার স্বামী জোবায়দুল হক। মেয়েটির নাম রাখা হয়েছে মালহার মাসুমা হক এবং ডাকনাম স্মিহা।

স্বামী জোবায়দুল বলেন, ‘বাচ্চা কিছুক্ষণ পরপর কাঁদছে। মাত্র নাবিলাকে ওটি থেকে কেবিনে আনা হলো। আল্লাহর অশেষ রহমতে তারা দুজনই ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন।’ সেই সাথে তিনি যুক্ত করেন তারা খুবই খুশি।

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাহিরে’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয় নাবিলার। কিন্তু উপস্থাপনা দিয়ে পরিচিতি লাভ করলেও জনপ্রিয়তা লাভ করেন ২০১৬ সালে মুক্তি পাওয়া অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে। এই সিনেমা নাবিলার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করে।

২০১৮ সালে জোবায়দুল হককে বিয়ে করেন নাবিলা। জেদ্দাতে থাকাকালীন সময়ে জোবায়দুলের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিয়ে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন