তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুশ কলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান বেশ মজবুত ভাবে টিকিয়ে রেখেছেন। অভিনেতার পরিচয় ছাড়াও তার আরেকটি পরিচয় তিনি মেগাস্টার রজনীকান্তের জামাতা।
এই তারকার রয়েছে বিশাল অর্থ-সম্পদ। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মবিট সম্প্রতি ধানুশের সম্পত্তির পরিমাণ প্রকাশ করেছে। আসুন জেনে নেই তার সম্পত্তির পরিমাণ।
ধানুশের সম্পত্তি
তামিল তারকা ধানুশের নেট সম্পত্তিমূল্য প্রায় ১৪৫ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ১৬৫ কোটি টাকার বেশি। পত্রপত্রিকার খবর, প্রতি সিনেমায় ধানুশ পারিশ্রমিক নেন ১২ থেকে ১৫ কোটি রুপি। তবে ধানুশ নাকি তার পরবর্তী সিনেমার জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন, এ সিনেমা পরিচালনা করবেন শেখর কাম্মুলা। এ ছাড়া অনেক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিও রয়েছে তার। প্রতি এনডোর্সমেন্টে তিনি প্রায় দুই কোটি রুপি করে নেন (ব্র্যান্ডের ওপর নির্ভরশীল)।
বিলাসবহুল গাড়ি
বেশ কয়েকটি দামি গাড়ি রয়েছে ধানুশের। যেমন—রোলস রয়েস ঘোস্ট (৭ কোটি রুপি), ফোর্ড মাসট্যাং জিটি (৭৫ লাখ রুপি), বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার (৩.৪০ কোটি রুপি), অডি এ৮ (১.৬০ কোটি রুপি) ও জাগুয়ার এক্সই (৪৫ লাখ রুপি)।পুরস্কার
ধানুশ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আর ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন পাঁচ বার।
আগামী প্রকল্প
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ধানুশকে আগামীতে হলিউডের সিনেমা ‘দ্য গ্রে ম্যান’-এ দেখা যাবে, যেটি পরিচালনা করছেন রুশো ব্রাদার্স। এতে অভিনয় করবেন রায়ান গোসলিং ও ক্রিস ইভানস। এ ছাড়া আনন্দ এল রাই পরিচালিত ‘আতরঙ্গি রে’ সিনেমায় দেখা যাবে তাকে। শেখর কাম্মুলা ও কার্তিক নরেনের সিনেমায়ও দেখা যাবে এ তারকাকে।
১৯৮৩ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন ধানুশ। অর্থাৎ আজ বুধবার অর্থাৎ ২৮ জুলাই তার জন্মদিন। ধানুশের পুরো নাম ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। বহু গুণে গুণান্বিত ধানুশ। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, লেখক, গীতিকার, নৃত্যশিল্পী ও প্লেব্যাক সিঙ্গার।