নাগরিকত্ব নিয়ে কটূক্তির শিকার হচ্ছেন আফগান বংশোদ্ভুত ভারতীয় বলিউড তারকারা।
জন্মসূত্রে আফগান বলিউড অভিনেত্রী ওয়ারিনা হুসেইন জানান, বলিউডে পা রাখার পর থেকেই তাঁকে শুনতে হচ্ছে তিনি নাকি ‘জঙ্গিদের দেশের মেয়ে’৷ এসব মন্তব্য তাঁকে ব্যথিত করে৷ অথচ পরিবারের কাছে আফগানিস্তানের অতীতের কথা শুনেছেন, জানিয়েছেন আফগানিস্তানের মানুষ বলিউডের ছবি দেখতে খুবই ভালবাসেন ৷
বলিউডে পা রাখার আগে ওয়ারিনা নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করেছেন ৷ বেশ কিছু দিন মডেলিং এবং বিজ্ঞাপনে অভিনয় করেছেন৷ ২০১৮ সালের তিনি আয়ুষ শর্মার বিপরীতে ‘লভযাত্রী’ চলচ্চিত্রে অভিনয় করেন৷ এরপর ওয়ারিনাকে ‘দ্যা ইনকমপ্লিট ম্যান’ এবং একটি দক্ষিণী চলচ্চিত্রে দেখা যাবে৷
আফগান বংশোদ্ভুত আরেক অভিনেত্রী আরশি খান জানান, তাঁকে ‘পাকিস্তানি’, ‘তালেবান’ বলে উত্যক্ত করা হয়। আক্ষেপ নিয়ে তিনি বলেন, “আগেও নাগরিকত্ব নিয়ে আমাকে ট্রল করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বার আমাকে টার্গেট করেছে তারা… এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা শুনতে হয়েছে।“
আরশি আরও বলেন, “আমার পরিবার যখন ভারতে চলে আসে, তখন আমার বয়স ছিল মাত্র চার বছর। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক।“
২০১৪ সালে তামিল ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন আরশি। এরপর ‘বিগ বস’ টিভি শোতে অংশ নিয়েছেন, অভিনয় করেছেন ‘বিষ’, ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’-এর মতো সিরিয়ালে। একটি পাঞ্জাবি গানের মিউজিক ভিডিওতে মডেলিং করেও তিনি আলোচিত হন।