টেলিভিশন পর্দার প্রিয় ও চেনা মুখ অভিনেতা শ্যামল মাওলা। টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ দুটো জায়গায় বেশ দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন তিনি।
এবার তাকে নতুন একটি ওয়েব সিরিজ ‘প্যারাসাইকোলজি’তে দেখা যাবে। শ্যামলা মাওলার বিপরীতে সিরিজটিতে অভিনয় করবেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরী। এই প্রথমবার কোন ওয়েব সিরিজে যুক্ত হলেন এই নায়িকা।
তরুণ নায়িকা পূজা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তার অভিনয় দক্ষতা দিয়ে।
ওয়েব সিরিজটি পরিচালনায় আছেন সুমন ধর। ওয়েবে এটিই তার প্রথম কাজ। এরই মধ্যে নারায়ণগঞ্জে এর শুটিংয়ের কাজ শুরু হয়েছে। তবে এ বিষয়ে দুই শিল্পীর কেউই মুখ খুলেননি। পরিচালক সুমন ধর বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘শীঘ্রই আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রযোজকসহ আমাদের কিছু পরিকল্পনা আছে। তাই একটু সময় নিয়ে গুছিয়ে নিচ্ছি।’
ওয়েব সিরিজটির দৃশ্য ধারণ হবে ২০দিন। ইতিমধ্যে ৩দিনের কাজ শেষ হয়ে গেছে। দ্রুতই বাকি দৃশ্যের কাজ সম্পন্ন করা হবে। আসন্ন ঈদে এটি মুক্তি পাবে।