বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, করন জোহরের প্রযোজনায় থ্রিলার ঘরানার ‘ফাইন্ডিং অনামিকা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। সিরিজের সদ্য প্রকাশিত প্রথম লুকে মোহনীয় রূপে দেখা গেছে তাকে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন করিশমা কোহলি ও বিজয় নাম্বিয়া।
‘ফাইন্ডিং অনামিকা’ ওয়েব সিরিজে অনামিকা নামের এক সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত। তিনি একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। নেটফ্লিক্সের জন্য নির্মিত এই সিরিজের মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের জুটি মাধুরী ও সঞ্জয় কাপুর আবারও একসঙ্গে অভিনয় করছেন।