‘মাফিয়া’ ওয়েব সিরিজে জুটি বাঁধছেন জনপ্রিয় ঢালিউড অভিনয়শিল্পী ইমন এবং মাহিয়া মাহি।
আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন শাহীন সুমন। চিত্রনাট্য লিখেছে দেলোয়ার হোসেন দিল। আর শাপলা মিডিয়ার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান।
মাহি বলেন, ‘‘শাহীন সুমনের পরিচালনার মধ্য দিয়েই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল। এবার তার পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। গল্প আর চরিত্র সব মিলিয়ে দারুণ।’’
১৫০ পর্বের ‘মাফিয়া’ এখন পর্যন্ত দেশের দীর্ঘতম ওয়েব সিরিজ হতে যাচ্ছে বলে জানা গেছে।
ইমন বলেন, ‘‘এখানে আমি নব্বই দশকের এক তরুণের চরিত্রে অভিনয় করছি। সিরিজটার গল্প দারুণ। রোমাঞ্চে ভরা। নির্মাতা থেকে শুরু করে সহশিল্পী সবাই গুণী মানুষ। এছাড়া, প্রথমবারের মতো মাহিয়া মাহির সঙ্গে পুরোদমে কাজ করছি এখানে। সব মিলে দারুণ অভিজ্ঞতা। আশা করছি সিরিজটি দর্শকদের ভালো লাগবে।’’
‘মাফিয়া’ ওয়েব সিরিজে ইমন ও মাহি ছাড়াও আরও অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।
মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে ‘মাফিয়া’ ওয়েব সিরিজের শুটিং চলছে। শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল এবং অ্যাপে ওয়েব সিরিজটি মুক্তি পাবে।