ওটিটিতে আসবে শিহাব-নিশোর ‘সিন্ডিকেট’

নিশো। ছবি : সংগৃহীত

এই বছরের ১২ জুলাই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’ মুক্তি পায়। এই সিরিজে টেলিভিশন তারকা আফরান নিশোকে নিয়ে কাজ করে সফলতা পেয়েছেন নির্মাতা শিহাব শাহীন। এবার এই জুটির নতুন ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।

অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনকে নির্মাতা শিহাব বলেন, “ক্রাইম থ্রিলার ঘরানার হবে নতুন সিরিজটি। নিশো থাকছে এবারও। সঙ্গে তাসনিয়া ফারিণ। আরও কিছু চমক রয়েছে, চূড়ান্ত করেই জানাবো।’’

‘সিন্ডিকেট’ সিরিজের গল্প নিয়ে অবশ্য এখনই বেশি কিছু বলতে নারাজ শিহাব বা নিশো কেউই। আর ফারিণ বলেন, “ওটিটি প্ল্যাটফর্মে এ পর্যন্ত যে কয়টি কাজ করেছি, ভালো সাড়া পেয়েছি। টিভিতেও, প্রস্তাব পেলেই সব কাজ করি না। ওটিটিতে এসে সেটি আরও মানার চেষ্টা করছি। খুব সিলেক্টিভ কাজগুলোই করছি। নতুন সিরিজটি সেই বিশেষ তালিকারই অংশ বলে মনে হয়েছে।’’

ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ডিসেম্বর থেকে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের শুটিং শুরু হবে। নির্মাতা শিহাব জানান, কুয়াশাও তার চোখে এই সিরিজের জরুরি এক চরিত্র। ‘সিন্ডিকেট’ ও ‘মরীচিকা’র আগে তিনি ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজটিও নির্মাণ করেছিলেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন