মুক্তির অপেক্ষায় থাকা ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের অফিশিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। গতকাল ৫ অক্টোবর ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের আড়াই মিনিটের ট্রেলারটি লাইভ টেকনোলজি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির পাশাপাশি নির্মাতা রাশিদ পলাশ বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখার। আমাদের দেশি সিনেমা যদি আমরা না দেখি, তাহলে এই ইন্ডাস্ট্রি দাঁড়াবে কীভাবে?” এর আগে গত মাসে চলচ্চিত্রটির অ্যানিমেটেড টিজার মুক্তি পেয়েছিলো।
৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে পদ্মা পাড়ের জনজীবনের গল্প নিয়ে নির্মিত ‘পদ্মপুরাণ’। রায়হান শশীর চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। রাশিদ পলাশ বলেন, “আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’’
রাশিদ পলাশ বর্তমানে ঢালিউড তারকা পরীমনিকে নিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের কাজ করছেন। এখন পর্যন্ত এর ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। আগামী মাসের শেষে চলচ্চিত্রের বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।