এশিয়ান সুদর্শন পুরুষের তালিকায় শীর্ষে প্রভাস

এক জরিপে এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন সর্বভারতীয় চলচ্চিত্র তারকা প্রভাস। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের ইমরান আব্বাস নকভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড ফ্রি প্রেস জার্নালসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি ফ্যান্সি অডস ‘টপ টেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ২০২১’-এর তালিকা প্রকাশ করে। সেখানে শীর্ষে রয়েছেন প্রভাস।

উল্লেখ্য ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’, ‘সালার’ ছাড়াও নাম ঠিক না হওয়া আরেকটি সিনেমায় দেখা যাবে তাকে।

তালিকা
১. ভারতের প্রভাস
২. পাকিস্তানের ইমরান আব্বাস নকভি
৩. জাপানের জিন আকানিসি
৪. দক্ষিণ কোরিয়ার কিম ইয়ুং জুং
৫. ভিয়েতনামের নাহান ফুচ ভিনহ
৬. চীনের হুয়াং জিয়াওমিং
৭. ভারতের ভিভিয়ান ডিসেনা
৮. পাকিস্তানের ফাওয়াদ খান
৯. থাইল্যান্ডের থানাভাত ভট্টনপুতি
১০. তাইওয়ানের ওয়ালেস হু

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন