এমি অ্যাওয়ার্ড মনোনয়নে শীর্ষে এইচবিও-নেটফ্লিক্স

এবার এই মহা-আসরে মনোনয়ন পেতে অনুষ্ঠানটি ২০২০ সালের ১ জুন থেকে ২০২১ সালের ৩১ মে’র মধ্যে সম্প্রচারিত হতে হবে। এই সম্মান শুধুমাত্র টিভি  অনুষ্ঠানগুলোর জন্য বরাদ্দ। ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলো আসার পর টেলিভিশনের পরিধি বেড়েছে, ফলে প্রতিযোগিতাও আরো কঠিন হয়েছে। বলছি এমি অ্যাওয়ার্ডের কথা। চলতি বছরের আসরে ওটিটি প্লাটফর্মগুলোর জয় জয়কার। সেক্ষেত্রে ১৩০টি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে ‘এইচবিও’ চ্যানেল এবং ‘এইচবিও ম্যাক্স’। আর ‘নেটফ্লিক্স’-এর ১২৯টি এবং ‘ডিজনি+’-এর ৭১টি অনুষ্ঠান মনোনয়ন পেয়েছে। এমির ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

আসুন জেনে নিই ২০২১ সালে এমি অ্যাওয়ার্ডের প্রধান ক্যাটাগরিগুলোতে কোন কোন অনুষ্ঠান মনোনয়ন পেলো।

সেরা ড্রামা সিরিজ
দ্য বয়েজ, ব্রিজারটোন, দ্য ক্রাউন, দ্য হ্যান্ডমেইড’স টেল, লাভক্রাফ্ট কান্ট্রি, দ্য ম্যান্ন্ডেলোরিয়ান, পোজ এবং দিস ইজ আস।

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
স্টার্লি কে ব্রাউন, জনাথন মেজরস, জশ ও’কনার, রিজ জিন-পেজ, বিলি পোর্টার এবং ম্যাথিউ রিস।

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
উজো আদুবা, অলিভিয়া কোলম্যান, এমা করিন, এলিজাবেথ মস, এমজে রডরিগুয়েজ এবং সুরনি স্মোলেট।

সেরা সহ-অভিনেতা (ড্রামা সিরিজ)
মাইকেল কে. উইলিয়ামস, ব্র্যাডলি উইটফোর্ড, ম্যাক্স মিনগেলা, ও-টি ফ্যাগবেনলি, জন লিথগো, টোবিয়াস মেনজিস, জিয়ানকার্লো এসপেসিতো এবং ক্রিস সুলিভান।

সেরা সহ-অভিনেত্রী (ড্রামা সিরিজ)
জুলিয়ান আন্ডারসন, হেলেনা বোনহাম কার্টার, এমার‍্যাল্ড ফেনেল, অ্যান ডাউড, অ্যাভন স্ট্রাহভস্কি, সামিরা উইলি, ম্যাডেলিন ব্রুয়ার এবং অজানে এলিস।

সেরা লিমিটেড/ অ্যান্থলজি সিরিজ
আই মে ডিস্ট্রয় ইউ, মারে অব ইস্টটাউন, দ্য কুইন’স গ্যামবেট, দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড এবং ওয়ান্ডাভিশন।

সেরা অভিনেত্রী (লিমিটেড/ অ্যান্থলজি সিরিজ)
মাইকেলা কোয়েল, সিনথিয়া এরিভো, এলিজাবেথ ওলসেন, অ্যানিয়া টেলর জয় এবং কেট উইন্সলেট।

সেরা অভিনেতা (লিমিটেড/ অ্যান্থলজি সিরিজ)
পল ব্যাটেনি, হিউ গ্রান্ট, ইওয়ান ম্যাকগ্রেগোর, লিন-ম্যানুয়েল মিরান্ডা এবং লেসলি ওডম জুনিয়র।

সেরা কমেডি সিরিজ
ব্ল্যাক-ইশ, কোবরা কাই, এমিলি ইন প্যারিস, হ্যাকস, দ্য ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট, দ্য কমিনস্কি মেথড, পেন ফিফটিন এবং টেড লাসো।

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
অ্যান্থনি আন্ডারসন, মাইকেল ডগলাস, উইলিয়াম এইচ মেসি, জেসন সুডেকিস এবং কেনান থমসন।

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
এডি ব্রায়ান্ট, কালে কুকো, অ্যালিসন জ্যানি, ট্র্যাসি এলিস রস এবং জিন স্মার্ট।

সেরা সহ-অভিনেত্রী (কমেডি সিরিজ)
এডি ব্রায়ান্ট, হানা আইনবিন্ডার, কেট ম্যাককিনন, রোসি পেরেজ, সিসিলি স্ট্রং, জুনো টেম্পল এবং হানা ওয়াডিংহাম।

সেরা সহ-অভিনেতা (কমেডি সিরিজ)
কার্লস ক্লেমন্স-হপকিন্স, ব্রেট গোল্ডস্টেইন, ব্র্যান্ডেন হান্ট, নিক মোহাম্মদ, পল রাইসার, জেরেমি থমসন এবং বোয়েন ইয়াং।

সেরা কম্পিটিশন প্রোগ্রাম
দ্য অ্যামেজিং রেস, নেইল্ড ইট!, রুপল’স ড্রাগ রেস, টপ শেফ এবং দ্য ভয়েস।

সেরা ভ্যারাইটি টক সিরিজ
কোন্যান, দ্য ডেইলি শো উইদ ট্রেভর নোয়া, জিমি কিমেল লাইভ!, লাস্ট উইক টুনাইট উইদ জন অলিভার এবং দ্য লেট শো উইদ স্টিফেন কোলবার্ট।

সেরা টেলিভিশন মুভি
ডলি পার্টন’স ক্রিসমাস অন দ্য স্কয়ার, অসলোরবিন রবার্ট প্রেজেন্টস : মাহালিয়া, সিলভি’স লাভ এবং আংকেল ফ্র্যাঙ্ক।

১৯৪৯ সালে শুরু। তখন থেকেই প্রতিবছর যুক্তরাষ্ট্রের ‘দ্য একাডেমি অব টেলিভিশন আর্টস এন্ড সায়েন্সেস’ এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে আসছে। টেলিভিশনশিল্পের সঙ্গে জড়িত সবাই এই পুরস্কারের অপেক্ষায় থাকে। এবারের ৭৩তম আসরটি বসবে আগামী ১৯ সেপ্টেম্বর।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন