এনটিভির ধারাবাহিক ‘হাউস নং ৯৬’ নাটকে যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাউস নং ৯৬’ নাটকে এমএলএম ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। সম্প্রতি রাজধানীর উত্তরা শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
নির্মাতা হিমি বলেন, “সাবিলা নূর এমএলএম ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন। তিনি হাউস নং ৯৬-এ এসে ভাড়াটিয়াদের বড়লোক করে দেওয়ার লোভ দেখাচ্ছেন। তাঁর কাছে টাকা দিলে কয়েক দিন পরে টাকা ডাবল হয়ে যাবে। বাকি ঘটনা কী ঘটছে, কে কে টাকা দিচ্ছে — এসব দেখতে এনটিভির পর্দায় ১০০তম পর্বে চোখ রাখতে হবে দর্শককে।“
নির্মাতা আরও যুক্ত করেছেন, “ধারাবাহিকভাবে আমাদের এই ধারাবাহিক নাটকে ছোট পর্দার সব তারকা অভিনেতাদের যুক্ত করার চেষ্টা চালিয়ে গেছি। বাকি পর্বগুলোতে আরও চমক আছে, শুধু অপেক্ষা করতে হবে দর্শককে।“
‘হাউস নং ৯৬’ নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে সম্প্রচার হচ্ছে। ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।