এবার স্টার সিনেপ্লেক্সে ‘কসাই’

ঢালিউড ইন্ডাস্ট্রির নতুন নায়িকা প্রিয়মণি ও চিত্রনায়ক নিরব অভিনীত সিনেমা ‘কসাই’ এবার মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এর আগে ঈদুল ফিতরে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিল ছবিটি। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

অবশেষে এবার বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। আগামী ঈদুল আজহা সামনে রেখে ২৩ জুলাই (শুক্রবার) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রিয়মণি।

বাংলাদেশ প্রতিদিন-এর খবর সিনেমা প্রসঙ্গে প্রিয়মণি বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘কসাই’ প্রথমবারের মতো বড় পর্দায় যাচ্ছে বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’ । তাই এই ট্যাগলাইনে রাখা হয়েছে ‘হিংস্রতাই নেশা’। নিরব ও প্রিয়মণি ছাড়া এই সিনেমায় আরো অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও, এলিনা শাম্মি, তানজিলা হক প্রমুখ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন