রিয়েলিটি শো বিগ বসের এবারের বিজয়ী ছিলেন টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলক। এবার বড় পর্দায় অভিষেক হতে চলছে এই তারকা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক-সুরকার পলাশ মুছলের ‘অর্ধ’ সিনেমায় দেখা যাবে রুবিনাকে এবং নির্মাতা হিসেবে এই সিনেমার মাধ্যমে অভিষেক হচ্ছে পলাশের। রুবিনা ছাড়াও এতে আরো অভিনয় করবেন হিতেন তেজওয়ানি ও রাজপাল যাদব। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ বছর সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
এছাড়া বলিউডের চলচ্চিত্রের বিশিষ্ট সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আর্দশ ১৮ জুলাই টুইটারে এই খবরটি নিশ্চিত করেছেন।
ভারতের টেলিভিশন মিডিয়ার সুপরিচিত মুখ রুবিনা দিলেক। তিনি বর্তমানে ‘শক্তি—অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকে সৌম্য সিংহের ভূমিকায় কাজ করছেন। ‘ছোটি বহু’ ধারাবাহিকে রাধিকার ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন রুবিনা। বিগ বসের ঘরে তিনি ও তার স্বামী অভিনব শুক্লার কার্যক্রমও টিভি দর্শকের নজর কেড়েছিল।