পরিচালক মিথরান জওহরের পরিচালনায় আবারো কাজ করবেন ধানুশ। এর আগেও এই নির্মাতার পরিচালনায় বেশকিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। মজার বিষয় হলো—‘ডি৪৪’ নামের এ সিনেমায় তিনজন নায়িকা অভিনয় করবেন ধানুশের বিপরীতে।
টলিউড ডটনেট-এর খবর, সিনেমাটিতে তিনজন নায়িকা অভিনয় করবেন। তারা হলেন—নিথিয়া মেনন, প্রিয়া ভবানি, হংসিকা মোতওয়ানি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে তাদের। এর গল্প, চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন ধানুশ। এটি প্রযোজনা করছে সান পিকচার্স। সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর। তবে এখনো শুটিংয়ের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে।
ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাগমে ঠান্ডিরাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১৮ জুন মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী।
ধানুশের পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি রে’। এরই মধ্যে হিন্দি ভাষার সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাইফ কন্যা সারা আলী খান। আগামী ৬ আগস্ট এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কিছুদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ধানুশ। সেখানে হলিউডের ‘দ্য গ্রে ম্যান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। এছাড়াও আরো বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে ধানুশের হাতে।