এবার আসছেে জলিলের নেত্রী

চিত্রনায়ক অনন্ত জলিল পেশায় ব্যবসায়ী। তবে এই ব্যবসায়ীর ভালোবাসা জায়গা সিনেমা- এমনটা তিনি দাবি করেন। ২০০৮ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় তার। অভিনেতা অনন্ত জলিলের প্রত্যেকটি সিনেমা এক শ্রেণীর দর্শকের কাছে খুব জনপ্রিয়। তার ছবি নিয়ে বিতর্কও কম নেই। তবে কারিগরি দিক থেকে তার সিনেমাগুলো অন্যান্য ছবিগুলো থেকে অনেকটাই এগিয়ে থাকে।

অনন্ত জলিল সম্প্রতি তার নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ এর পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। পোস্টারটি শেয়ার করার পর থেকেই প্রশংসিত হচ্ছে। তিনি। অনন্ত জলিল তার ফেসবুক ওয়ালে জানিয়েছেন যে, এই সিনেমায় চার দেশের অভিনয় শিল্পীদের কাজে লাগানো হয়েছে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে তুরস্ক, ভারত, ইরান ও বাংলাদেশের অভিনয় শিল্পীদের।

বেশকিছু দিন আগে তিনি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন ‘দিন দ্য ডে’ সিনেমাটি। ইরানি পরিচালক মুতর্জা ওতাশ জামজাম ছবিটি পরিচালনা করেছেন। এই সিনেমার ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন