এবারো কোরবানি দিচ্ছেন মিম

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গত বছরের মতো এবারো পশু কোরবানি দেবেন। কোরবানির জন্য তিনি এবার একটি ছাগলও কিনেছেন। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিন কোরবানি দেয়া হবে।

২০ জুলাই বিদ্যা তার ফেসবুকে পশুর একটি ছবিও শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মিম ছাগলটিকে গাছের পাতা খাওয়াচ্ছেন।

ছবিটির শিরোনামে বিদ্যা লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফুটে।’

একই দিনে অভিনেত্রী মিম তার ফেসবুকে দুই হাত মেহেদীতে রাঙিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। চাঁদ রাতের আয়োজনে তিনি মেহেদী হাতে ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন