ঈদের প্রথম দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন পর্যন্ত টানা এক সপ্তাহ জুড়ে ঈদ আনন্দ দিবেন অভিনেতা তৌসিফ। প্রতিদিন রাত ১১টা ১০ মিনিট থেকে দীপ্ত টিভিতে প্রচার হবে তৌসিফ অভিনীত নাটক। ইতিমধ্যে চ্যানেলটিতে তার প্রচারণাও দেখা গেছে।
ঈদের প্রথম দিন দেখা যাবে মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মনের মতো বাগান’। এখানে তৌসিফের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাফা কবীরকে।
ঈদের দ্বিতীয় দিন থাকছে মিফতা আনান পরিচালিত ‘পাঁচ ভাই চম্পা’। তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।
তৃতীয় দিন থাকছে মেহেদী হাসান পরিচালিত নাটক ‘আওয়াজ’। এই নাটকেও তৌসিফের বিপরীতে অভিনয় করেবেন কেয়া পায়েল।
ঈদের চতুর্থ দিন থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চ্যান্স’। অভিনেত্রী হিসেবে আছেন সারিকা সাবাহ্।
আর ঈদের পঞ্চম দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘হ্যালো লেডিস’ এবং সাথে থাকছেন সাফা কবীর।
ষষ্ঠ দিন মিতুল খান পরিচালিত নাটক ‘টোল’। বিপরীতে আছেন অভিনেত্রী পায়েল।
সপ্তাহের শেষ দিন অর্থাৎ ঈদের সপ্তম দিন মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘পা’। এখানেও বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির।