ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত টিভি সিরিজ ‘ম্যাচ উইনার’ খুব শীঘ্রই আসছে এনটিভি ও এনটিভি অনলাইনে।
মুনতাহা বৃত্তার গল্পে ‘ম্যাচ উইনার’ সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। মফস্বলের ক্রিকেটপাগল একটি ছেলের নানা প্রতিবন্ধকতা, দ্বন্দ্ব, পিছুটান ও সম্পর্কের পরিণতি নিয়ে ‘ম্যাচ উইনার’ সিরিজের গল্প। কেন্দ্রীয় চরিত্র রাকিবের স্বপ্ন ক্রিকেটার হওয়া, আর তার বাবার স্বপ্ন পড়াশোনা করে ভালো চাকরি করা। অন্যদিকে রাকিবের প্রেমিকা সেলিনা চায় সে দুটোই পাশাপাশি সামলে নিক। এর মধ্যে ঢাকার এক ক্লাব থেকে রাকিবের ডাক আসে। রাকিব ও সেলিনা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ইয়াশ রোহান ও নিশাত প্রিয়ম।
ইয়াশ বলেন, “দৈর্ঘ্যের দিক দিয়ে এটা আমার সবচেয়ে বড় কাজ, এত লম্বা সিরিজ আমি আগে করিনি। এ কারণে প্রথমে একটু নার্ভাস ছিলাম। চরিত্রটা একজন ক্রিকেটারের এবং যেহেতু ক্রিকেট খুব একটা খেলি না; আমার জন্য চরিত্রটা একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু হায়াত ভাই ক্রিকেটে পারদর্শী হওয়ায় সুবিধা হয়েছে যে পরিচালক আমাকে নিজে ক্রিকেট খেলা শেখাতে পেরেছেন। আশা করি, সিরিজটি সবার ভালো লাগবে।“
নিশাত বলেন, “গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে ভাবনাটাই এ সিরিজটিকে আলাদা করে রাখবে। খেলার সাথে সম্পর্কের যে দ্বন্দ্বগুলো তুলে ধরা হয়েছে, তা দর্শককে ভাবাবে। আমি সেলিনা নামে একটি চরিত্রে রূপদান করেছি। মফস্বলের সহজ-সরল একটা মেয়ের চরিত্র। চরিত্রটি নানান ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যায়। এ সিরিজের প্রতিটি চরিত্র আলাদা আলাদা ভাবে তার নিজস্বতা বজায় রেখেছে। গল্পে আমার চরিত্রটিও সে রকম ছাপ রাখবে। আশা করি, দর্শক সিরিজটি দেখবেন।“
ইয়াশ ও নিশাত ছাড়াও ‘ম্যাচ উইনার’ সিরিজটিতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাজিবা বাশার, নাসিরউদ্দিন খান, নরেশ ভুঁইয়া, মিলি বাশার, হিন্দোল রায়, সুজাত শিমুল সহ আরও অনেকে।