ঢালিউডে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে ‘শান’ সিনেমাটি।গত শনিবার ছবিটির টিজার প্রকাশিত হয়েছে।জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শান’ সিনেমাটি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এম রহিম। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিয়াম এবং পূজা চেরীকে ।ঢালিউডে জনপ্রিয় জুটি পূজা এবং সিয়াম। এর আগেও এ জুটিকে একসাথে দুটি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। ‘পোড়ামন টু’ এবং ‘দহন’। দুটি সিনেমাই সুপারহিট হয়েছিলো।এ জুটিকে সবাই পছন্দও করেছিল।
গত বছর পূজা অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি তবে এ বছর এ চিত্রনায়িকাকে একাধিক সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।
পূজা চেরী তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, “সিয়াম আর পূজার তৃতীয় ছবি ‘শান’। যে সিনেমা দেখে দর্শক বলবেন আগের দুটি সিনেমা থেকে বেশি ভালো ‘শান’। শুধুমাত্র দর্শকদের ভালা লাগা ভালোবাসাকে প্রাধান্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”
নেটিজনদের মতে, ‘শান’ সিনেমাটির গল্পটা একদমই নতুনত্বভাবে তুলে ধরা হয়েছে। টিজার দেখেও বোঝা যাচ্ছে গল্পের মোড় কোন দিকে ঘুরে যেতে পারে। একটি দৃশ্যে দেখা যাচ্ছে সিয়াম এবং তাসকিন দুজনেই এ্যাকশন করছেন। আবার দেখা যাচ্ছে খুব কাছের কেউ। অর্থাৎ সব মিলি দারুণ কিছু হতে যাচ্ছে এই সিনেমায়।
আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।