অজয় দেবগান প্রযোজিত সিনেমা ‘বিগ বুল’ এর টিজারটি প্রকাশ করার পর থেকেই নেটিজনদের চমকে দিলেন অভিষেকের নতুন রুপ।
অজয় দেবগানের সোশ্যাল মিডিয়ায় টিজারটি প্রকাশ করে শিরোনামে লিখেছেন,’বড় হওয়ার জন্য, বড় চিন্তা করতে হয়’।
টিজারের প্রকাশিত নেপথ্যে কন্ঠ দিয়েছেন অজয় দেবগান।সেখানে শোনা যাচ্ছে, ছোট ঘরে জন্ম নেওয়া মানুষদের বড় স্বপ্ন দেখতে মানা করা হয়,তাই আমি আমার দুনিয়া তৈরি করেছি।
টিজারটি প্রকাশিত হওয়ার পর থেকেই নেটিজনদের মধ্যে একটা হৈচৈ পরে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চনের গায়ে স্যুট এবং চোখে চশমা – এ যেন নতুন ভাবে অভিষেক হতে যাচ্ছে । ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৮ এপ্রিল।
অমিতাভ বচ্চন নিজেও এই টিজারটি শেয়ার দিয়েছেন। লাইক, ভিউ, সেই সাথে অসংখ্য শেয়ার এবং মন্তব্য তো আছেই।
ছবিতে অভিষেকের বিপরীতে অভিনয় করেছেন ইলিনা ডিক্রুজ, নিকিতা দত্ত, রাম কাপুর, সোহম শাহ সহ আরও অনেকেই।