‘দ্য এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানালেন হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন।
‘দ্য এক্সপেন্ডেবলস ফোর’ চলচ্চিত্রের শেষ দিনের শুটিংয়ে স্ট্যালোন এই ঘোষণা দেন বলে জানায় হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন। প্রায় ১২ বছর ধরে ‘দ্য এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পরিচালক, চিত্রনাট্যকার, কাহিনিকার হিসেবে যুক্ত স্ট্যালোন জানান, এই সিদ্ধান্তটি তার কাছে হৃদয়বিদারক। তিনি বলেন, “এবার জ্যাসন স্ট্যাথামের কাছে ব্যাটন দেওয়ার জন্য আমি প্রস্তুত।’’
স্ট্যালোন জানান, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন – তবে জানাননি কী সেটি। শীঘ্রই তিনি সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘লিটল আমেরিকা’ এবং অ্যাকশন চলচ্চিত্রে ‘সামারিটান’-এ অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
একদল মার্সেনারিকে নিয়ে ‘দ্য এক্সপেন্ডেবলস’ ফ্র্যাঞ্চাইজির গল্প, যাদের নেতা সিলভেস্টার স্ট্যালোন। ২০১০ সালে যাত্রা শুরুর পর এই ফ্র্যাঞ্চাইজিতে স্ট্যালোনের সঙ্গে যোগ দেন জ্যাসন স্ট্যাথাম, জেট লি, আর্নল্ড শোয়ার্জেনেগারের মতো সব অ্যাকশন তারকারা। ‘দ্য এক্সপেন্ডেবলস ফোর’ আগামী বছর মুক্তি পাবে।