গত মাসের ২৩ মে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। নিজেই ঘোষণা দিয়ে তা নিশ্চিত করেছিলেন। মাহমুদ পারভেজ অপুর সঙ্গে পাঁচ বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন তিনি।গত ১ জুন ফেসবুকে দেয়া পোস্টে মাহি জানিয়েছিলেন, সংসার জীবনের ইতি টানলেও স্বামীর সঙ্গে থাকার প্রবল ইচ্ছে ছিল তার। রহস্যময় ব্যাপার হলো, গতবারের মতো এবারও এই পোস্টটি আর তার ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে না। প্রাইভেট করা বা মুছে ফেলা হয়েছে। তবে বক্তব্যটি তিনি প্রত্যাহার করে নিয়েছেন কিনা তাও জানাননি।
তিনি লিখেছিলেন, ‘ মুখে না হয় ১২ লক্ষ বার ছেড়ে যাবো বলেছিলাম, কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো, তার কাছে সিজদায় শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কোটিবার মাথা ঠুকেছিলাম- সেটা বুঝতে কেন পারলে না?’
২০১৬ সালে ২৫ মে সিলেটের ছেলে পারভেজের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী এবং তার পরিবারের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করতেন তিনি। মানুষ তো ভাবতো, কতো সুখেই না আছেন চিত্রনায়িকা মাহি!