একমাত্র ছেলে চিকুকে হারিয়ে কাঁদছেন মিমি!

সন্তানসম্য পোষ্য কুকুর চিকুকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী মিমি চক্রবর্তী। শনিবার চিকুকে ‘কবর’ দিয়ে এসে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘তুই চলে গেলি আমার একটা অংশ যেন চলে গেল। সব কষ্টের শেষ, এবার শান্তিতে থাক’।

মিমির পোষ্য হারানোর শোক ছুঁয়ে গেছে গিয়েছে যেনো তাঁর অনুরাগীদেরও। জনৈকের মন্তব্য,’খবরটি পরে থমকে গেলাম। বড্ড ধাক্কা খেয়েছি। আমি এবং আমার পরিবার ভুক্তভোগী। সাড়ে ছয় বছর আগে আমাদের পোষ্য এ ভাবেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। আশা,এই শোক আপনি ধীরে ধীরে কাটিয়ে তুলতে পারবেন’।

বেশকিছু দিন আগেই ক্যান্সার আক্রান্ত চিকুকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফেরার পথে কিছুদিন ভালো ছিল চিকু এমনটা জানিয়ে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ারও করেছিলেন তিনি। শত চেষ্টা স্বত্তেও এই মরণব্যাধি রোগ থেকে বাঁচানো গেলো না চিকুকে। অবশেষে চির নিদ্রায় শায়িত হলেন মিমির পোষ্য কুকুর চিকু।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন