এ বছর কি কি আসছে নেটফ্লিক্সে

২০২১ সালের বাকি অংশের জন্য হলিউড চলচ্চিত্র মুক্তির তালিকা প্রকাশ করেছে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের এই তালিকায় নানা বয়সের দর্শকদের জন্য নানা ঘরানার চলচ্চিত্র মুক্তির তারিখ জানানো হয়েছে। এর মধ্যে আছে প্রতীক্ষিত অনেক তারকাখচিত চলচ্চিত্র, যেমন – ইদরিস আলবা সহ খ্যাতনামা তারকাদের নিয়ে ‘দ্যা হার্ডার দে ফল’, জেনিফার লরেন্স ও লিওনার্ডো ডিক্যাপ্রিওর ডার্ক কমেডি ‘ডোন্ট লুক আপ’, অস্কারজয়ী অলিভিয়া কোলম্যান এবং ডাকোটা জনসনের ‘দ্যা লস্ট ডটার’ এবং টেসা থম্পসনের ‘পাসিং’। এছাড়াও আছে ভিক্টোরিয়া জাস্টিসের ‘আফটারলাইফ অফ দ্যা পার্টি’, অ্যান্ড্রু গ্যারফিল্ডের ‘টিক, টিক … বুম’, বেনেডিক্ট কাম্বারব্যাচ ও ক্রিস্টেন ডানস্টের ‘দ্যা পাওয়ার অফ দ্যা ডগ’ এবং স্যান্ড্রা বুলকের ‘দ্যা আনফরগিভেন’।

এর মধ্যে কিছু চলচ্চিত্র আগেই অথবা একই দিনে প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। আর কিছু নেটফ্লিক্স অরিজিনাল চলচ্চিত্র মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় আছে।

সেপ্টেম্বর

আফটারলাইফ অফ দ্যা পার্টি – ২ সেপ্টেম্বর

ওর্দ – ৩ সেপ্টেম্বর

ব্লাড বাদার্স: ম্যালকম এক্স অ্যান্ড মুহাম্মদ আলি – ৯ সেপ্টেম্বর

কেইট – ১০ সেপ্টেম্বর (একই দিনে প্রেক্ষাগৃহে)

নাইটবুকস – ১৫ সেপ্টেম্বর

শুমাখার – ১৫ সেপ্টেম্বর

ইন্ট্রুশন – ২২ সেপ্টেম্বর

দ্যা স্টার্লিং – ২৪ সেপ্টেম্বর (প্রেক্ষাগৃহে ১৭ সেপ্টেম্বর)

মাই লিটল পনি : আ নিউ জেনারেশন – ২৪ সেপ্টেম্বর

সাউন্ডস লাইক লাভ – ২৪ সেপ্টেম্বর

নো ওয়ান গেটস আউট অ্যালাইভ – ২৯ সেপ্টেম্বর

অক্টোবর

দ্যা গিল্টি – ১ অক্টোবর (প্রেক্ষাগৃহে ২৪ সেপ্টেম্বর)

ডায়ানা: দ্যা মিউজিকাল – ১ অক্টোবর

দেয়ার’জ সামওয়ান ইনসাইড ইয়োর হাউজ – ৬ অক্টোবর

ফাউন্ড – ২০ অক্টোবর

নাইট টিথ – ২০ অক্টোবর

স্টাক টুগেদার – ২০ অক্টোবর

আর্মি অফ থিভস – ২৯ অক্টোবর

অক্টোবরে আরও মুক্তি পাচ্ছে ‘হিপনোটিক’ ও ‘ফিভার ড্রিম’।

নভেম্বর

দ্যা হার্ডার দে ফল – ৩ নভেম্বর (প্রেক্ষাগৃহে ২২ অক্টোবর)

লাভ হার্ড – ৫ নভেম্বর

পাসিং – ১০ নভেম্বর (প্রেক্ষাগৃহে ২৭ অক্টোবর)

রেড নোটিশ – ১২ নভেম্বর

টিক, টিক … বুম – ১৯ নভেম্বর (প্রেক্ষাগৃহে ১২ নভেম্বর)

ব্রুইজড – ২৪ নভেম্বর (প্রেক্ষাগৃহে ১৭ নভেম্বর)

রবিন রবিন – ২৪ নভেম্বর

ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল – ২৯ নভেম্বর

নভেম্বরে আরও মুক্তি পাচ্ছে ‘সেভেন প্রিজনারস’, ‘আ বয় কলড ক্রিসমাস’, ‘আ ক্যাসল ফর ক্রিসমাস’, ‘দ্যা প্রিন্সেস সুইচ থ্রি’।

ডিসেম্বর

দ্যা পাওয়ার অফ দ্যা ডগ – ১ ডিসেম্বর (প্রেক্ষাগৃহে ১৭ নভেম্বর)

শন দ্যা শিপ: দ্যা ফ্লাইট বিফোর ক্রিসমাস – ৩ ডিসেম্বর

দ্যা আনফরগিভেবল – ১০ ডিসেম্বর (প্রেক্ষাগৃহে ২৪ নভেম্বর)

দ্যা হ্যান্ড অফ গড – ১৫ ডিসেম্বর (প্রেক্ষাগৃহে ৩ ডিসেম্বর)

ডোন্ট লুক আপ – ২৪ ডিসেম্বর (প্রেক্ষাগৃহে ১০ ডিসেম্বর)

দ্যা লস্ট ডটার – ৩১ ডিসেম্বর (প্রেক্ষাগৃহে ১৭ ডিসেম্বর)

ডিসেম্বরে আরও মুক্তি পাচ্ছে ‘ব্যাক টু দ্যা আউটব্যাক’, ‘মিক্সটেইপ’ এবং ‘সিঙ্গেল অল দ্যা ওয়ে’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন